বিচলিত চেহারায়
বসে থাকে তাঁরা
শরতের মেঘে খুঁজে ফেরে আপনজন
এখানে বসে ভাবুক চেহারায়
জীবনের গানে জয় আসে।

চিন্তামগ্ন মানুষ খুঁজে চির
আপনজন,
জ্যোৎস্না আলো আসে এই
আঁধারের খেলায়
ধমকে দাঁড়ায় মানুষ ভয়ে
গিলে খায় সমস্ত অর্জন।