(অনুকাব্য)

লুট হলো
শেষ রাতের সাহসী স্বপ্ন
লুটেরা লুট করে প্রভাত সূর্য!.
স্বপ্ন নয় নয় কোন বিশ্বাস
অবিশ্বাস গিলে খায়
সুন্দর আগামী।