লুকিরে থাকুক সব
কষ্ট,
স্বপ্ন,
দিনবদলের গান এখন গাইনা
স্বপ্নও দেখিনা শেষ রাতে।
অনিন্দ্যসুন্দরে পরাজিত হলে
জয়ী হয় প্রেম মানবতা,
কিন্তু চোখ থেকেও যদি
দেখতে না পারো তবে এই
চোখ থেকে কি লাভ
সমাজের।
লুকায়িত থাকুক সব
স্বপ্ন এবং প্রেম
থাকুক না সব লুকিয়ে
অন্ধকারে ঢেকে থাক চাঁদ
অন্ধকার গিলে খাক সব।