নীলাঞ্জনা,
আমিতো তোমার জন্য একশো আটটা পদ্ম আনতে চাইনি কোনদিন; চেষ্টা করিনি! বরাবরই দিতে চেয়েছি আমার যা ছিল এবং আছে।
ভালোবাসার জন্য কেন আনতে হবে একশো আটটা নীল পদ্ম?
আমিব ফুটিয়েছি ফুল
তোমার শরীরের বামদিকটায়
যেখানে মানুষের অস্তিত্ব থাকে।।
________
সম্পাদনা
০৬.০৭.২০২৪