নীলাঞ্জনা
ফিরে যেতেই চাইলাম, তুমি বললে: মরুময় বুকে কিছুই নেই; কি অপেক্ষায় বেধেছিলে ভুলে যাওয়াই বুদ্ধিমান হবে! অপেক্ষা করে পাবেনা একটুকরো সুখ মরুময়তায় থাকেন কিছুই?
ফিরে যেতে চাই সোনালী সকালে উঠোনে আসে রোদ শরীর জুড়ে যতই বৃষ্টি আসুক রোদই শুকিয়ে দেয় সমুদ্দুর।
নীলাঞ্জনা
ফিরে যেতে চাইলাম প্রান্তিকতায়, তুমি বললে: সবুজ নেই নেই সবুজময়তায় শুধু আছে অন্ধকার যেখানে প্রান্তিকতা নেই লেশমাত্র; সবুজে বিপ্লব হলে রক্তে লাগে আগুন জ্বালিয়ে দাও জ্বালাও তবে প্রান্তিক কৃষকদের গান পাবেনা।
নীলাঞ্জনা
ফিরে যেতে চাইলাম, তুমি বললে: আছো বা নেই দেখারও কেউ নেই তুমি ফিরে যাও আকাশ কুসুম স্বপ্ন দাও বাদ; প্রশান্তি জল ছুয়ে অনন্ত বিশ্বাস বদলে দিয়ে যেখানে বিস্তার গাঢ় অন্ধত্ব; জীবন জয়ের গান এখন কেউ কি গায়? অন্ধকার যেখানে গিলে খায়।
_________
লালমনিরহাট
১১.০৯.২০২৪