ফিরে যেতে চাই সোনালী দিন
রঙিন স্বপ্নে-
হাওয়াই মিঠাই, সকাল-বিকাল
আইসক্রিম, ঝালমুড়ি আর দশ
পয়সার বাদামে, বিক্রেতা মামার
লোভ লাগানো আচারে।
হ্যাঁ ফিরে যেতে চাই সোনালী
দিনে পুঁটিমারির দোলায় মাছ
শিকারে সেই বন্ধুদের! স্কুল
পালিয়ে সীনেমা দেখতে বাবা
পকেটে চুড়ি করতে; সেই
একটাকা পাঁচ পয়সা টিকিট
কেটে চল্লিশ পঁয়তাল্লিশজন মিলে
সীনেমা হলে প্রথম সারিতে বসতে
চেয়ে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া
আবার মিলেমিশে সীনেমা দেখা।
সোনালী দিন চাই সোনালী দিন,
ক্রিকেট ফুটবল আর সবুজ
ঘে প্রাণে প্রাণে লাগিয়ে বন্ধুদের
মিলনে সেই উৎসবে সত্যিই ফিরে
যেতে চাই-
কিশোর লীগ জয় করতে যেতে
নবরবি সংসদকে হারাতেই হবে
বলে পণ করা উচ্ছাসে সপুদার
ত্যাজদীপ্ত উচ্চারণে কিংবা আবু
হোসেন ভাইয়ের গোটা খাসি
খাওয়ানোর ওয়াদায় হ্যাঁ ফিরে
যেতে চাই।
ভাটিবাড়ি বন্ধুদের সাথে ফুটবল
ম্যাচ আবার খেলতে চাই, ফিরে
পেতে চাই সেই সোনালী দিন,
রঙিন স্বপ্নে বিভোর হতে ফিরে
যেতে চাই-
হাইস্কুল মাঠে পরশ মনির
কচিকাঁচা মেলায়, চিত্তর বাগানে
বিকেল হলেই মিলিত হতে,
প্যারেড করতে করতে ক্লান্ত হতে
চাই, একুশের প্রভাতফেরি করতে ফুল আনতে চাই, রাতকে দিন
বানিয়ে হ্যাঁ ফিরে যেতে চাই
সেইসব সোনালী দিনে-, নাটক,
কবিতা আর গানে মিলিয়ে নিতে
চাই নিজেদের।
ফিরে যেতে চাই সোনালী দিন
রঙিন স্বপ্নে- গোল্লাছুট,দাড়িয়াবান্দা
আর কানামাছি খেলাতে, সাঁতার
কাটতে চাই কবীরের দিঘীতে
সিওর দীঘিতে, বই পড়তে চাই
পুরান সীনেমা হলে, সত্যি বলছি-
ফিরে যেতে চাই সোনালী দিন
রঙিন স্বপ্নে।
ফুরবাড়ি, রাজারহাট, দূর্গাপুর,
মোগলহাট আবার যেতে চাই-
রিক্সায় গরুর গাড়ি আর পায়ে
হেটে, ফুটবল আর ক্রিকেটে
মাতিয়ে দিতে চাই সাপটানা
বাজার সবুজ সংঘকে, মিলেমিশে
দল চালাতে দলের সাপোর্টার্স কি
যে ঐক্য করে তা দেখতে চাই!
সব দোকানদার সব ব্যবসায়ী
নিজ প্রতিষ্ঠান বন্ধ রেখে সবুজ
সংঘ সবুজ সংঘ বলে চিৎকার
করতে করতে আকাশ বাতাস
প্রকম্পিত করতো সেই সময়ে
ফিরে যেতে চাই।
হ্যাঁ সত্যিই ফিরে যেতে চাই, ফিরে
যেতে চাই সোনালী দিন রঙিন
স্বপ্নে।
_________
লালমনিরহাট
১৩.০৭.২০২৪