উৎসর্গ: কামনা ভট্টাচার্য

ফিরে আসবো একবার যদি ডাকো; সমস্ত অনুভূতি রেখে অভিমান ভুলে ডাক দাও ফিরবোই, রাতের সাহসী স্বপ্ন দিনবদলের গানে দুজনই মেলাতে সুর সত্যি বলছি যদি ডাক দাও ফিরে আসবো।

অবিশ্বাস্য শব্দ জুড়ে নয় প্রগাঢ়তা স্পন্দিত হৃদয়ে উদ্ভাসিত কবিতার মতো চিরন্তন প্রেম খুঁজে এনে দেবো প্রেমময় অবগাহন যদি একবার ডাক দাও।

রুখে দাঁড়িয়ে বিপ্লবী প্রেমিকের আত্ম উপলব্ধি কবি ও কবিতা মেলবন্ধন ঘটিয়ে বিল্পবের ঝাণ্ডা উড়িয়ে বলে দেবো প্রেমিক পুরুষ আমিও; শুধু একবার ডাক দাও ফিরে আসবোই।

_______
শিববাটি, বগুড়া
০৯.১২.২০২৪