(অনুকবিতা)

যে রঙ ছিল মনের ভেতর
এখন আর তা নেই, কতশত
রঙ মেখে লিখে যেতাম
তোমারই জয়গান! মনের
মাধুরী মিশিয়ে প্রেমময়
অনুভূতিতে লিখে ফেলতাম
কাব্য অথচ এখন রঙ গুলো
ফেকাসে ধূসর।