উৎসর্গঃ সুইটি বিশ্বাস
এসেছি ফিরে যদি গ্রহণ কর
ডেকেছিলে নিবিড়ভাবে জয়
করবে সমস্ত, লুকায়িত
স্বপ্নরা জেগে উঠে
অনিন্দ্যসুন্দরে, এসেছি ফিরে
যদি গ্রহণ কর।
আগমনী গানে যে সুর বেঁজে
উঠে তাতে প্রাণের স্পন্দন
থাকে ভালবাসাতো এমনিই
তাইতো ফিরে এসেছি যদি
গ্রহণ কর, উদ্ভাসিত আলোর
কাছ থেকে নিয়েছি আলো।
এসেছি ফিরে যদি গ্রহণ কর,
জেগে উঠে প্রেম শ্বাশত
শান্তির প্রগাঢ় মিছিল মুক্ত
করে মন এসো এই মিছিলে
মিলিয়ে নিও মুক্তি, এসেছি
ফিরে যদি গ্রহণ কর।