ইলোরা
তোমার শহরে লুকিয়ে থাকে দীর্ঘশ্বাস,
লিখে রেখো এখানে আর আসবে না
কোন প্রেমিক পুরুষ, এই শহরে লুট হয়
প্রেমিকের লালিত স্বপ্ন।
ইলোরা
যে শহরে তুমি থাকো সেখানে থাকে কি প্রেম
সেখানে উল্লাস করে বিভীষিকা স্বপ্নরা লুট
হয়ে প্রতিমুহূর্তে, বিশ্বাস যেখানে-
পরাজিত হয় প্রতিক্ষণ।
ইলোরা
যে শহরে তুমি থাকো যেখানে তৃষ্ণাত্ব
প্রেমিক খুঁজে পায়নি তৃষ্ণার জল বিবেকহীন
ঝড়ে লণ্ডভণ্ড সমস্ত, এখানে আসবেনা কোন
বসন্ত ফুটবেনা কোন বসন্তের ফুল।
ইলোরা
এ শহর খুঁজেনা আপনজন,কষ্টরা পেয়ে বসে
সর্বনাশে আর প্রেমিক মিথ্যে আশায় শুধুই
জেগে যার রাতের পর রাত, মিথ্যে আশায়
প্রেমিক যেন রাতজাগা পাখি।
___________
সম্পাদনা
০৭.০১.২০২৫