ইলোরা
দুঃস্বপ্নের রাত যত গভীর হয়
তোমাকে নিয়ে ভাবনার অলিগলি বিস্তৃত হতে থাকে।
পূর্ণিমায় নির্লিপ্ত, ঘোলা চোখ,
দু'আঙ্গুলের সান্নিধ্যে প্রিয় তামাকের কাঠি!
আমারই ভয় ছিল তোমাকে নিয়ে
তোমার বিশ্বাসে।
বিশ্বাস ছিল বলেই চেয়েছি প্রেম,
তোমাকে জয়ী দেখতে চেয়ে এখান পরাজিত
হতে হয় প্রেম আর কবি ও কবিতাকে।
_______
সম্পাদনা
শিববাটি, বগুড়া
২২.০২.২০২৫