বদলে যাওয়ার নাম কি সুখি হওয়া?
আজ ঠিকই বুঝতে পাচ্ছি সত্যিই বদলে গেছো,
যদিও প্রশ্ন করেনি কোনদিন কতখানি ভালোবাসতে?
ভালোবাসা সেতো অবিনাশী পাওয়া।

বদলে যাওয়ার নাম কী ভালোবাসা
ভেবেছো উত্তর চাইবো
অস্তিত্বে সাথে মিশে থাকতে তুমি।

চাইলে তুমি-
জীবন বাজি রেখে এনে দিতে পারতাম
হিমালয়ে থাকা বরফ গলিত জল
শাহজাহানের প্রেম চিহ্ন-
প্রেমের তাজমহল গড়তে না পারলে হৃদয়ে গড়েছি প্রেমের তাজমহল।

সবাই কি বদলে যায়? নাকি শুধুই তুমি বদলে গেছ! আছি আগের মতো
যা প্রথম দেখায় দেখেছিলে তুমি! প্রথম স্বপ্ন দেখিয়ে ছিলে সেটা কী শুধু ভালোবাসার ছলনায়?
দুঃস্বপ্নের রাত যত গভীর হয়
তোমাকে নিয়ে ভাবনার অলিগলি বিস্তৃত হতে থাকে।

তবুও পূর্ণিমায় নির্লিপ্ত, ঘোলা চোখ,
দু'আঙ্গুলের সান্নিধ্যে প্রিয় তামাকের কাঠি!
এখন প্রিয় সঙ্গী শুধু আমার।

________
সম্পাদনা
লালমনিরহাট।
০৪.০১.২০২৫