ইলোরা
কুয়াশা গিলে খায় দিনের সূর্য রাতের চাঁদ
লুকিয়ে রাখে সব, কুয়াশা যখন বৃষ্টি হয়ে
ভেজায় তোমার লাবণ্য আমার তখন কষ্ট হয়!
ইলোরা
লুকোচুরি খেলায় মানুষতো খেলা করে যায় সব খেলা, প্রকৃতি নিয়মে বন্দি এখন মানুষ পশুপাখি, এ যেন মহা খালায় বন্ধি সবকিছু।
ইলোরা
এইযে গিলে খায় মানুষ প্রকৃতির উপর চালায় নিষ্ঠুরতা তাই বলেই ক্ষেপে
গিয়ে প্রকৃতি চেপে ধরে আমাদের টুটি,
মানুষ পালায় পালিয়ে যায় মানুষ, হেসে উঠে প্রকৃতি, দেখায় তার খেলা
আর আমাদের করে লণ্ডভণ্ড।
__________
সম্পাদনা
১৫.০১.২০২৫
লালমনিরহাট।