নীলাঞ্জনা
এসো তৃষ্ণার্ত রাতে
একটু ভেজাও ভালোবাসার
জলে মিটুক তৃষ্ণা তোমার মধুমাখা স্পর্শে,
আমি যে আজ বড় তৃষ্ণার্ত!
যদি ছুঁয়ে দাও প্রশান্তি কতকাল মিটেনি পিপাসা,
তুমি এলে তাই কাটুক সময়
অনিন্দ্যসুন্দরে।