আলো খুঁজে পথ
ক্রমশ অন্ধকারে,
এখানে অপেক্ষা যদি-ও তোমার তোমরাও
এসো এ আলোর যাত্রী হয়ে,
ভয় পেয়েছো নিগুঢ় অন্ধকার দেখে?
আলো আসবেই-
যতই চেপে বসুক বুকের ভেতর কৃষ্ণপক্ষের
মত আলো আসছে একটু অপেক্ষা।