তুমি নেই তাতে কি সুনন্দিতা?
একটা আকাশ আছে
আছে তার অনিন্দ্য ভালোবাসা!
ভালোবাসায় কষ্ট নেই,
নেই পরাজয়! মুগ্ধতা ছড়িয়ে কাছে এসেছিল প্রেম শুধুই তোমার উপলব্ধিতায় আর যদি পরাজিত হয়ে থাকি বুঝতে পারি জয় করছি প্রেম এবং ভালোবাসা।
আকাশসম প্রেম তুমিই শিখেছো, প্রেম যে অবিনাশী সেও বুঝেছি, ভালোবাসা ছুঁয়ে যাওয়া মনে যখনিই জয় করতে চেয়েছি তোমাকে ফিরে দেখি তুমি নেই! তবু বলি সুনন্দিতা সত্যিই আমার একটা আকাশ আছে, যে আকাশে আছে অনাবিল ভালোবাসা।
___________
লালমনিরহাট
০৭.০৭.২০২৪