মুঠোভরা স্বপ্ন একটিমাত্র উঠোন,
সোনালী মাঠ খেয়ে গিলে খায় অভাব,
স্বভাবের চাদরে ঢেকে আছে একমুহূর্ত
দুঃখবোধ।
স্বপ্ন স্বপ্ন খেলা আগুয়ান যে মানব তাকে
আঁধার গিলে চায়,
মুঠোভরা ফসল কৃষাণির, দুঃখভরা হাসি
কৃষক মাথায় চিন্তা মরন কৃষি ঋণ,
একটুকরো উঠোন একমুঠো স্বপ্ন।
দুঃস্বপ্নের দিনরাতে স্বপ্ন দেখা বারন এই
বলে জেগে আছে নিশাচর; ভয়াবহ সময়
নিয়ে কোন স্বপ্ন দেখায় দুঃস্বপ্ন?
প্রশ্ন জেগে উঠেছিল বলে তবুও আগুয়ান
একজন মানুষ।
_______
সম্পাদনা
লালমনিরহাট।
২১.০১.২০২৫