এতকিছুর ভিরে হারিয়ে যাচ্ছে নিজের একান্ত সক্রিয়তা;
কেন জানি থমকে যায় দিন এবং রাত; আগের মতো স্বাভাবিক কাজ করছেনা সময়! এভাবে চলতে গিয়ে থমকে গেল সুন্দর আগামীটা; কেন এমন হয় তবে কি সবই অস্বাভাবিক নিয়মের কাছে আটকে গিয়েছে যাপিত জীবনের গল্প?
সময় দুঃসময়ে বন্দি।
এখান আর স্বপ্নও দেখিনা বর্ণিল নয় স্বপ্নগুলো, যাপিত জীবনে প্রেম যেমন যাযাবর তেমনি ভালবাসাও যেন ছলনাময়! অতিত অসীমসংখ্যক পুড়ে যাওয়া ক্ষত যেখানে বিপক্ষতা অন্যায় যেন সময়ের কাছে বন্দি;
রাতদিন মিলিয়ে দুঃস্বপ্নে ভরে কোল আর অনাহারী খুঁজে একমুঠো ভাত।
____________
২২.০৮.২০২৪
শিববাটি, কালীতলা
বগুড়া।