ভাবছি
চলে যাব! কিছু নেব না একদম
খালি হাতে যদিও নেবার কিছুই
নেই সত্যি বলতে কি আমার
ব্যক্তিগত ধনসম্পদ কিছুই যে
নেই একেবারে খালি হাত; যা
ছিল দিয়েছি-
উনিশ শত একাত্তরে।  

ভাবছি
বিবেকবুদ্ধি বিক্রি করতে!
যদিও জানা নেই কোথায় সেগুলো বিক্রি হয়; আদোও
বিক্রি হয় কী? বেচতে গিয়ে
নিজের অবলম্বন স্বাধীনতার স্বাদ
প্রান্তিক জনপদ সবুজময়তায়
পথ চিরদিনের মতো বেচে দেবো।

ভাবছি
স্বাধীন পেলে পরাধীনতার
কিভাবে গিলে খায়! সেটিও
দেখতে স্বাভাবিক স্বাধীনতার
মূল্য আত্ম মর্যাদায় লুটিয়ে
পড়লে পরাধীনতার গান কেমন
শোনা যায়? তাতে কি প্রাণের সুর
ধ্বনিত হয় প্রাণে? সত্যি বলছি
এবং এখনো ভাবছিই।।

____________
০৭.০৯.২০২৪