এখনো অপেক্ষা কি কারণ একটু বলবে?
যে অপেক্ষার কোন স্বপ্ন নেই তবু্ও সেই
অপেক্ষায় রয়েছো?
তোমাকে প্রশ্ন করে যদিও লাভ নেই জানি!
উত্তর দেবেনা, কেউ প্রশ্ন করে যদিও তোমার
কাছ থেকে উত্তর পায়নি।

স্বপ্ন এবং বাস্তবতা মিলে স্বপ্ন আসাটা খুবই
গুরুত্বপূর্ণ যা খুব জরুরিও, অপেক্ষা স্বপ্ন না
দেখালে তাহলে কেন রইলে সে অপেক্ষায়?
এখন আর আমি স্বপ্ন দেখিনা, যখন স্বপ্ন
দেখেছিলাম ভালোবাসার আলিঙ্গনে কিন্তু
আশাহত হতে হয়েছে বারংবার, এখন আর
স্বপ্ন দেখিনা।

প্রেম কিংবা ভালোবাসা কোথাও স্বপ্ন আছে
কী? প্রেমের কাছে যখনিই হাত বাড়িয়েছি
তখনই যাযাবরের মত ফিরিয়ে দিয়েছে; এখন
স্বপ্ন দেখায় না মন।





___________
লালমনিরহাট।
২৩.০৩.১০২৫