ছুঁয়েছে মন তবুও উদাসী
তুমি,
ছুঁয়েছে চিবুক যা ছিল
মিছে প্রশান্তি,
তবু কেন বলো
তুমি তোমার মত!
ছুঁয়ে জল শরীর খুঁজে শরীর,
এ যেন যুদ্ধ যুদ্ধ খেলা,
এখানে মিলিত হয় দুটি ছায়া মেশে
রঙ আবীর রাঙা,
অশরীরী আত্মাহুতি সব খেলার
অবসান।
আজকাল রোজ হামেসা
যুথবদ্ধ হয় মানুষ অদেখা মিছিলে,
স্বপ্নবান পতিত যেন সবুজ জমিন, নিজেই খুঁজে হয়তো নিজের শরীর,
আশাভঙ্গ হলে
প্রেম থাকবে কি করে?
প্রশ্ন শুনে চমক দেয় আকাশ
এখনই জ্বালিয়ে দেবো
এই ধরিত্রী।
____________
লালমনিরহাট
১৯.০৬.২০২৪