যে তোমায় ডেকেছিল কাছে
তাকে ফিরিয়ে দিয়েছো,
এখন কেন তারই অপেক্ষায়?
কিন্তু কেন! ভুল বুঝে দূরে
গেলে শুধুই জয়ী হয় বিরহী,
কেন ভুল বুঝে দূরে সরিয়ে
রেখেছো তা কি উপলব্ধি
করলে? সময় ফুরিয়ে যায়
চলে যায় দিন মাস বছর তবু
কেন অপেক্ষা কেন তার স্বপ্ন
দেখা।
প্রেমময় প্রেমে তুমিও ছিলে
এখন অনুভব করো?
সেইজন তোমাকে জড়িয়ে
ছিল প্রেমে বুনেছিল স্বপ্নময়ী
ভালোবাসা অথচ সেই সময়
তুমিই তাকে সরিয়ে রেখে
ভেবেছিলে নিজের কথা, ভুল
ছিল সে ভাবনা আজ
উপলব্ধি করলে? সময় এখন
সময়ে আছে! প্রশ্ন জাগে
মনে।
পথ বদলে যায় বদলে যাও
তুমি, সবকিছু পরিবর্তিত
হতে নেই একথা ভুলে গেলে
চলবে কি করে; মানুষ
মানুষকেই জয় করতে চায়,
চায় ভালোবাসা তুমি কি সেই
ভালোবাসা খুঁজে পাওনি
সেইসময়? আজ জীবনের
শেষপ্রান্তে এসে তোমাকেই
যদি প্রশ্ন করে সেই মানুষ,
যার আপন আলোয় লিখে
ফেলতো গল্প কবিতা।
সে এখন কবি এবং গল্পকার,
কবি ও কবিতার মাঝে বন্ধনে
ভালোবাসা প্রেম অটুট ছিল
সেও যে তোমারই জন্য! শুধু
তুমিইএড়িয়ে গেছো, হয়তো
বুঝতে চাওনি, যে তোমায়
ডেকেছিল কাছে তাকে
ফিরিয়ে দিয়েছো, এখন কেন
তারই অপেক্ষায়।
___________
লালমনিরহাট
১৭.০৬.২০২৪