দরজা বন্ধ করে দিয়েছি,
দিয়েছি বন্ধ করে সমস্ত
আলো, সমাজ দেশ মানচিত্র
ক্রমশ অন্ধকারে নিমজ্জিত
হচ্ছে আমরা বিলীন হচ্ছি
অন্ধকারে, এখন আলো
থেকে দূরে থাকে মানুষ সেই
মানুষ যারা জীবন বাজী
রেখে একসময় আলো হাতে
আলো বিলিয়েছিল।
একটু ভেবে দেখলে বুঝতে
চেষ্টা করি আমরা আসলে
কোথায় যেতে চাই?
আমাদের পথ কি আসলেই
জানা নাকি শুধু মোহ কাজ
করে সবাই টাকা ওয়ালা হতে
চায় নিজেকে নিয়ে ব্যস্ত
থাকতে পছন্দ করে অন্যদের
নিয়ে তাদের ভাববার সময়
কোথায়।
অন্ধকারই গিয়ে খায় সমস্ত
অর্জন আর যারা অন্ধকারে
লুকিয়ে মিছে স্বপ্ন দেখায় হ্যাঁ
এই মানুষগুলো রাতের
অন্ধকারে মোটা অংকের
বিনিময়ে বিক্রি করে
আমাদের শেষ রাতের সাহসী
স্বপ্নগুলো, দরজা বন্ধ করে
দিয়েছি, দিয়েছি বন্ধ করে
সমস্ত আলো, এখানে আর
আলো আসবেনা।
________
লালমনিরহাট
১৩.০৩.২০২৪
সন্ধ্যা: ৭টা ২০ মিঃ