তুমিও এসো প্রিয়তম
আমাদের মিলনমেলায়,
এখানে প্রাণের স্পন্দন
মিলিয়ে প্রেম কবিতা ও
কবির, তুমি এসো প্রিয়তম
মাটির গন্ধে মানুষের গানে,
এখানে ভালবাসা ছুঁয়ে দেয়
প্রাণের উদ্ভাসে যদি আসো
তুমি মিলাবে মন খুঁজে নিও
প্রেম।


এই উৎসবে তুমিও এসো
প্রিয়তম, নিদারুণ কষ্ট
ভুলিয়ে দেয় যে গান
প্রান্তিকতা জনপথ সুখ আর
দুখে মানুষ যেখানে জয় করে
আপনজন মন প্রকৃতি, এসো
প্রানে জাগাও প্রাণ খুঁজে
নিও হৃদ স্পন্দন, এসো তুমি
প্রিয়তম আমিও এখানেই
ছিলাম তোমার অপেক্ষায়।










_____________
লালমনিরহাট
২০.০৬.২০২৪