এক.
মাঝে মাঝে নিজেকেই
লুকিয়ে রাখি
পূর্ণিমা যেমন লুকায়
অমাবস্যায়,
এভাবে লুকিয়ে কি লুকিয়ে
থাকা যায়!
যদি বলি এই আমি লুকাই
শুধুই তোমার সিমানা থেকে।
দুই.
কতটা সুখ নিয়ে সুখি হতে
চাই
জীবনের কোন দুঃখের দিনে
ছিলে কি পাশে?
শুধু সুখ খুঁজে তুমি সুখি হতে
পেরেছ কী?
সুখ আর দুঃখ মিলিয়েই
জীবন
যেখানে তুমি একেবারেই
পরাজিত।