শেষ রাতের স্বপ্নগুলো লুট
করেছো, চাপিয়ে দিয়েছো
বুকের ভেতর পাষাণ, সেই
রাতে তোমাদের তৈরি
কৃষ্ণপক্ষ যার রেস এখনো
রয়ে যায় চারপাশ।
লুট হলো একে একে
আমাদের ভবিষ্যৎ মুখোশের
আড়ালে রাতকে করতে দিন,
এখন স্বপ্ন নেই! নেই
ভূতভবিষ্যৎ! দিনবদলের
গান বড় বেসুরে, মুক্তির
বদলে শৃঙ্খল।
যে লাইনে দাঁড়িয়ে মানুষ
থাকবার কথা ছিল, ছিল
মুক্তির মিছিল, সেই মিছিলে
সত্যিকারের মানুষের অভাব,
স্বপ্নগুলো পরিণত হয়ে গেল
দুঃস্বপ্নে, চির নির্বাসনে
তেজোদৃপ্ত সূর্যের কিরণ।
মানুষ এখনো আছে বলে
নিশ্চিত স্বপ্ন আছে, প্রগাঢ়
স্বপ্নের সারথি হতে রাতদিন
অপেক্ষায় সেই মানুষ, যারা
জীবনকে তুচ্ছ করে জেগে
থাকে রাত্রির গুহায়, সেই
মানুষের অপেক্ষায় মানুষ,
স্বপ্নকে সাহসী শ্লোগানে
রূপান্তরিত করে একদিন
দেবে ডাক।
_____________
লালমনিরহাট
২৯.০৫.২০২৪