কম্পিত পায়ে এগিয়ে যাওয়া
একটা ভয়,
লুট হয়ে যায় ভোরের স্বপ্ন
এখানে নিশ্চয়তা নেই
কিছুর।

বুকে নিয়ে কষ্ট
বন্ধ হয় যেন শ্বাস
এই বুঝি সব হয় শেষ
ভয়তো আছেই
যদিও আমি একা।

মাঝ পথে একা হেটে যদিও
লাভ নেই!
তুই আয় না সাথে
দূরে কেন তুই
আমার ভয় আমি একারে
পাগলী।