এখানে আর আসতে হবেনা
একা থাকুক সব কেন এই
অভিনয় কেন মিছে মায়া
থাক না নিজের করে যা
তুমিই চেয়েছিলে বারবার;
এসোনা আর আসতে হবেনা-
একা থাকুক সময় প্রিয় মানুষ
আপনজন দূরে থাক একদম
আসবেনা কাছে।

কতটা দূরে গেলে তৈরি হবে
দূরত্বের দেয়াল!
একটি একটি ইট গেঁথে তৈরি
হলে, কতটা দূরে গেলে বেড়ে
যায় সেই দেয়াল? তুমিই
তৈরি করছ এ দেয়াল তাই
দায়টাও তোমার,
একা সময় একা মানুষ সবই
একা থাক আর তুমিও
এসোনা।