যাচ্ছি
   একা নই আমরা দুজন,


হাটছি
পাশাপাশি এই
    আমরা দুজন,


পথ যে ফাঁকা
         এখন জনশূন্য
আমরা দুজন।


ভুল নয়
নয়তো অভিমান
        আমরা দুজন
করি যে সৃজন,


যাচ্ছি হেটে বাড়িয়ে হাত
সাথে প্রেমময় অনুপ্রাস।


চাঁদনী রাত
  থাকনা রারমাস
এইযে পথ
   আনন্দ এই রথ,
      
        তুমি আর আমি
এইযে চলি
ভালবাসা মিলে
   আমরা সাথে চলি।