(উৎসর্গ: রানু নাথ পাল)
তুমি আসবে বলে
কত যে অপেক্ষা, অপেক্ষা
দেখিয়েছে স্বপ্ন তুমি আসবে
বলে অপেক্ষা স্বপ্ন দেখায়
দিনবদলের শুভমুহুর্ত দুজন
মিলে উপভোগ করবো সুখ
খুঁজে সুখ ছুঁয়ে দেখবো
দুজন।
তুমি আসবে বলে
বন্ধ ঘরে আলো আসলো
আলোয় ভরিয়ে আলোকিত
হল চারপাশ, তোমার
অপেক্ষায় কতদিন
আলোহীন ছিল এই ঘর এই
সংসার, স্বপ্ন এবং বাস্তবতায়
মেলবন্ধন সৃষ্টি হয়েছে শুধু
তুমি আসবে বলে।
তুমি আসবে বলে
প্রেমহীন কবিও লিখতে শুরু
করলো অবিনাশী প্রেমের
কবিতা যার প্রতিটি লাইন
জুড়ে তোমারই অবস্থান
শুধুই তোমার জায়গান,
তোমার অপেক্ষায় কবি ও
কবিতা আর তাদের
সম্মিলিত উচ্চারণে
প্রকম্পিত আলোময় এই ঘর
এই সংসার।
_________________
লালমনিরহাট
০৫.০৪.২০২৪