থমকে যাইনি,
হইনি হতাশ!
সবইতো দিয়েছো বন্ধ করে,
এখানে আমি একা
না কেউ পাশে আছে বলে
দেখিওনি;
থমকে যাওয়ার নাম কি তবে জীবন? নদীর মতো চলমান জীবনে কতটা বদলে গিয়েছে চির আপন স্বজন, বন্ধু প্রিয় আত্মীয়।

থমকে গেলে চলবে কি করে
তাইতো হেটে যাই এই পথ
এই রাস্তা, এই জনপথ আর প্রান্তিকতায়;
একা বলে নিজেকে ভাবছি
না,
সবাই আছে সবার মত করে
শুধু আমিই একা কিন্তু তবুও
থমকে যাইনি; এখানে স্বপ্ন আছে, আছে আত্মবিশ্বাস।

হতাশ নই নিজেকে আবিষ্কার
করি নিজের মত করে, অনুযোগ করিনি এটা আমার জন্য নয়, সংকটে চিরচেনা মানুষগুলো আসলে তারা মানুষ ছিল?
তুমিতো কখনোই পাশে
ছিলেনা
মিথ্যে বলেছো এতদিন
এটা ভেবে হতাশা গ্রাস
করেনি,
এই আমি এই আমার পথ
তাইতো চলছি অবিরাম।

_______
সম্পাদনা
লালমনিরহাট
২০.০৮.২০২৪