পাতা ঝরা বৃষ্টি ঝরুক
মেঘেরা আসুক এই অবেলায়,
তুমি নিশ্চয়ই অপেক্ষার প্রহর গুনছো এই অবেলার, প্রশান্তি জলে ভিজুক প্রান্তিক এই জনপথ, ঝরা পাতায় লাগুক আনন্দ হাসি, তুমিও এসো নীলাঞ্জনা এই অবেলায়।



লালমনিরহাট
২০.০৭.২০২৪