লাইনের পর শত থেকে হাজার
লক্ষ কিন্তু সবাই কি মানুষ, আমি
লাইনের পর লাইন ডিঙিয়ে মানুষ খুঁজি।

তোমাদের মত করে আজ
সেজেছি অনিন্দ্য সাজে, নীল
শাড়ি কপালে নীল টিপ, কানে
বাউটি রিং, ঠোঁঠে গাঢ় লিপস্টিক,
খোঁপায় লাল গোলাপ, হ্যাঁ
আজকের সাজ তুমি এবং
তোমাদের ঘিরে।

এইযে জীবন এইযে পথচলা
একটা সোনালী স্বপ্ন, তাঁকে ঘিরে
স্বপ্নের বীজ বপণ করা, কিন্তু এই আমি এবং আমার স্বপ্ন প্রকৃত
আমার মানুষ খুঁজে যাওয়া, কেন
মানুষ খুঁজে পাইনা? মানুষের
কাছে গিয়ে মানুষ খুঁজি।

সবই আছে আসলেই কি সবকিছু
আছে? চাওয়া পাওয়ার হিসেব
মেলাতে পাওয়া গুলোকে সত্যিই
কি ছুঁয়ে দেখা যায়! তবুও আমি
মানুষ খুঁজি  মানুষের কাছে গিয়ে
মানুষ খুঁজছি।।

_________
লালমনিরহাট
২৪.০৬.২০২৪