ভাবছেন আমরা চলে যাব কিংবা হারিয়ে? ভুল আপনাদের ভাবনা; সবাইকে কি করে এক মনে করেন! আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, সংগ্রামে বিপ্লবে, বিপ্লবই সত্যি এবং চির সুন্দর।

ইতিহাস তাইই বলে; কি করে ঘুরে দাঁড়াতে হয় আমরা জানি জানে ইতিহাসও, বিদ্রূপ করছে করুন না সময় কি ফুঁড়িয়েছে? না ইতিহাসের আদিপর্ব এখন শেষ হয়নি; মঞ্চ প্রস্তুত হতে দিন তবেইনা মঞ্চস্থ হবে মহা সংগ্রামের ইতিহাস।

বুকের ভেতর পাষাণ চাপিয়েই যদি কৃষ্ণপক্ষ আনা যেত তবে কিন্তু মানুষ সংগ্রাম করতো কী? ভুলেও ভুল করবেন না সত্যি বলছি যে ইতিহাস লিখবো বলে অপেক্ষা কালরাত্রি শেষ হোক আলো আসুক সংগ্রামে প্রগতিই দেখাবে পথ যে পথের শেষে অপেক্ষা করছে মহা বিপ্লব।




_________
২৩.০৮.২০২৪