এখানে ভরা জল ছুঁয়ে দেয়
যৌবনা কিশোরী,
আলো আঁধারের খেলায়
বন্দি সুভাষিত ভালবাসা,
মুক্ত নয় কোন মোহ তবুও
অট্টহাসি শোনায় চারপাশ।
অনুযোগ জালে আটকে দেয়
মুক্ত চেতনা, স্বপ্ন নিয়ে খেলা
করে আপদজন মোহ ফিকে
হয় কালো রাতে, লজ্জাবতী
রাত যদি ভয়ংকর হয়ে গিলে
খায়, এ কোন খেলা মেতে
উঠে যুবক।