নীলাঞ্জনা
আর কোন বসন্ত চাইবো না
তোমার কাছে, শ্রাবণ জলে
ভিজবো না কোন দিন;
আত্মসুখী হতে চাই না। তবুও জয়ী হও,
আর কোন উৎসব
সাজাবো না প্রেমিক পুরুষ
সেজে, আমিও যেতে চাই না
তোমার কাছে।
দুঃস্বপ্নের
মতো উচ্চারিত হবে না কবি
ও কবিতা, অন্ধকার মেনে কোন আলোয় ভাসিয়ে দিতে চাইছিলে বলবে কী??