চলে যাচ্ছো?
এই সংসার, এইযে সংগ্রাম
আর মিছিল
সব রেখে চলে যাওয়া
যায় কি?
সংগ্রামে পিছু হটে যেতে নেই
তবুও কেন চলে যাচ্ছো?
জীবন আর সংগ্রাম দুটোই
জীবনের অংশ।

এই সংসার এই সমাজ সবই
সংগ্রামের অংশ
সাম্যের চির আনন্দ কিন্তু
সংগ্রাম,
ফিরে গিয়ে কোন লাভ নেই,
আন্দোলনের এই আগুনে
পুড়ে যাবে সব কেন তুমি
চলে যাচ্ছো।

যে ফসল ফলাতে রোদে
পুড়ে বৃষ্টিতে ভিজে কৃষক
তাকেও সংগ্রাম করতে হয়
সংগ্রাম যে মিশে থাকে
মানুষের অস্তিত্বে আর তুমি
চলে যাচ্ছো সবকিছু ফেলে!
ভেবে দেখো সময় হয়েছে
ভেবে দেখার সত্যি ভেবে
দেখতে হবে।



____________
০৫.০২.২০২৪