(অনুকবিতা)

প্রগাঢ় স্বপ্নে বেঁধেছি দুজনা
একটি মাত্র স্বপ্নে,
তাহলে আজ কি সেই স্বপ্ন
এখন দুঃস্বপ্নে পরিণত?
কেন সেদিন স্বপ্ন
দেখিয়েছিলে আজ আমার
বড় জানতে ইচ্ছে করে
প্রিয়তমা;
প্রগাঢ় স্বপ্ন তবে কি দুঃস্বপ্ন
ছিল নাকি সব মিথ্যে নিয়েই
মিছে স্বপ্ন দেখা।