অনুকবিতা

চলতি পথে
           হারিয়ে গেছে
বলতে চেয়ে
           থমকে গেছে
হৃদয় মাঝে স্বপ্ন আশা
ঢুংকে গেছে ভালোবাসা।
আসছে বলে ভুলে গেছে
ডাকবে বলে দূরে গেছে।