মুঠোভরা স্বপ্ন
একটিমাত্র উঠোন
সোনালী মাঠ
খেয়ে গিলে খায়
অভাব, দুঃখবোধ স্বপ্ন স্বপ্ন
খেলা
আগুয়ান যে মানব
তাকে আঁধার খায় গিলে,
মুঠোভরা ফসল কৃষাণির
দুঃখভরা হাসি,
একটুকরো উঠোন একমুঠো
স্বপ্ন।

_______
২১.০১.২০২৪