চেয়েছিলাম সেই পথ এগুতে
ধরে যে পথের শেষ প্রান্তে
অপেক্ষা করে আছো তুমি,
কালমাটি আল ধরে
মেঠোপথ তুমি কি সত্যিই
অপেক্ষায় রয়েছো, অপেক্ষা
স্বপ্ন দেখায় তুমিও নিশ্চয়ই
স্বপ্ন দেখছো যে স্বপ্ন আমরা
দুজন বেঁধেছিলাম।
ফিরতে চেয়ে বেড়িয়ে পথে
ক্লান্তিহীন আমাকে যে
পৌঁছতে হবে অনেক পথ
অনেক স্বপ্ন মিলিয়ে এগিয়ে
যাই তোমার উদ্দেশ্যে,
ভালবাসা সত্যি অজানা পথ
চলতে শেখায় প্রেম যে
অবিনাশী মিলিয়ে দেয়
সোনালী সূর্য, এইপথ এই
ভালবাসা।
ভালোবাসা অন্তহীন,
রাত যতই অন্ধকারময় হোক
সেও দিনের কাছে আলো
চায় তেমনি ভালোবাসা
পেতে অবিরাম ছুটে চলে
ভালোবাসা, ভালোবাসার
কাছে পরাজিত হবে
সেটাইতো ভালোবাসা
প্রিয়তমা।