(অনুকবিতা)

নীলাঞ্জনা
তুমিতো অবিনাশী প্রেম তবুও
তোমার ছায়ায় খুঁজি তোমার শরীর।
উচ্চারিত কবিতায়
কবিতার প্রেম, বিরহ সব মিলিয়ে যে তুমি, হোক না সে
সুনামি আর যতই লণ্ডভণ্ড হতে চাওনা কেন! কবি ও কবিতা দুইয়ে মিলিয়ে কিন্তু অবিনাশী।

________
২৭.০৮.২০২৪