অর্থ শুধু সুখের ঠিকানা কিনে দিতে পারে?
তুমি শুধু কিনতে চেয়েছ সবসয়ম, ভেবে
দেখছো কি কখনো সুখময় ভালোবাসার স্পর্শ
হৃদয় নিংড়ানো অনুভূতি যা তুমি পাওনি।

সুখ কিনতে চাইলেই কি কেনা যায়?
অন্তনিহিত যে সুখ তাকে অনুভব করতে হয়
প্রেমতো অবিনাশী যার শেষ বলে কিছু নেই,
সুখ খুঁজে মিছে ক্লান্ত হলে কি করে সুখ
অনুভব করবে তুমি, নিজের দিকে তাকাও
যত্নবান হও নিজের প্রতি।

নিজেকে খুঁজে দেখো ভীষণ প্রয়োজন নিজের
খোঁজা প্রগাঢ় উপলব্ধি করো যেখানে সুখ
এসে ছুঁয়ে দেবে তোমাকে,
তারপর যখন আবিস্কার নিজেকে  সুখ এসে
দোলা দেবে নিশ্চয়ই।




_____________
লালমনিরহাট।
১৬.০৩.২০২৫