অপেক্ষা
একটু সময়ের জন্য;
স্বপ্ন এবং বাস্তবতা;
প্রান্তিক মানুষ হিসেবে স্বপ্ন
মুগ্ধতার ব্যাকুলতাকে ছুয়ে চিরাচরিত ছিল স্বপ্ন;
অপেক্ষাকৃত অনগ্রসর
এখানেও স্বপ্নটা দেখবে বলে বেধেছিল শেষ রাতের স্বপ্ন
কিন্তু লুট হলো দিবসের প্রভাবে, জীবন এবং সংগ্রাম দুইয়ে মিলিয়ে মানুষ; সেই অপেক্ষা আর স্বপ্নময় দিন।



__________
২৯.০৮.২০২৪