ধোঁয়াসা ঘিরে ধরে
ভয় আঁতকে উঠে সময়, অন্ধকার আর অকাল কুয়াশা ঘেরা সাজে রক্তাক্ত তিলক
কালোভ্রমর
লুট করে সম্ভ্রম
ভয় আতংকিত মানুষ স্বপ্নের পথে দুঃস্বপ্ন এবং দুঃসময়
সুপুরুষ সেজে ওরা কারা যেন
দেখায় দেখাতে চায় লাম্পট্য।

ভয় হয় বড়ো বেশি ভয়
যদি ঘিরে থাকে অমাবস্যা, যদিও বুকের ভেতর চাপিয়ে দিয়েছে কৃষ্ণপক্ষ;
কোথাও নেই আলো
নেই সুপূর্ণিমা
অন্ধকার যে আমাদের বুকের ভেতর স্থায়ী পাষাণ,
ধোঁয়াসা ঘিরে ধরে
ভয় আঁতকে উঠে সময়।

______
১১.১০.২০২৪
লক্ষীপুরা, শ্রীপুর, গাজীপুর