এক.
সীমাহীন উঁচু প্রাচীরে উঁকি
দিয়ে কি লাভ!
যাকে ছুঁতে চাইলেও সীমাহীন
দেখো আকাশ এই মাটি,
সীমানাবিহীন প্রেম ছুঁয়ে
গেলে মন জন্ম নেয় মুগ্ধ
ভালবাসা।

দুই.
আমি দেয়াল টপকিয়ে
তোমার জানালা খুঁজি তুমি
দাও পর্দা টানিয়ে, বন্ধ কর
সব আলো
এবং তোমার মুখশ্রী আর আমি
অবিরাম খুঁজতে থাকি
অবিনাশী প্রেম।

১৭.১১.২০২৩

কবি হাফিজুর রহমান হাফিজ'র বাড়িতে লেখা।