আছে-
রক্তের সম্পর্ক
হৃদয়কে আবিষ্কারের,
যদিও খুঁজে পায়নি মানুষ
মনুষ্যত্ব।
আছে-
ভালোবাসা মনের গভীরে, যে
ভালোবাসা পুড়িয়ে দেয়
আমাদের সমস্ত।
আছে বিপ্লব-
সোনালি সূর্যের, সেই সূর্য
তাপে পুড়িয়ে দিক সব
অনাচার।
আছে-
আন্দোলন যেখানে শূন্যতা
যার সর্ব প্রাপ্তি, বিপথগামী
মানুষ দিয়ে কি হয় দেখুক
ঘুণে ধরা এই সমাজ।
_________
লালমনিরহাট
১৬.০৮.২০২৪