আমার প্রয়োজন ফুরিয়ে
গেছে কতটা প্রয়োজন ছিল
আমার তাও যে জানা নেই!
আমার যা ছিল দিয়েছি সবই
যদি বল তোমার প্রাপ্তি
এখনো শেষ হয়নি তবুও
তোমার প্রয়োজন মতো
দিয়েই যাব চাইছো যখন
তুমি।
অনিন্দ্যসুন্দর যে প্রেম তাকে
আপন ভেবে জড়িয়ে নিয়েছি
যদিও সব প্রেম সুন্দর নয়;
চাহিদা যখন শুধু তোমার সেখান
আমি এখন হয়তো গৌণ,
আর কতটা প্রয়োজন হলে
কাছে নিয়ে দেখাবে তোমার
সুনামি।
__________
লালমনিরহাট
২৫.০৪.২০২৪