যদি অনুমতি দাও-
পাহাড় ডিঙিয়ে এনে দেবো
ঝর্ণার জল, লোপায়িত জলে
প্রশান্তি খুঁজে মিটিয়ে নিও তৃষ্ণা।

যদি অনুমতি দাও-
কবিও কবিতার মাঝে যে
প্রেমের বন্ধন রহিত থাকে
সেই প্রেমে তোমাতেই
রাঙাবো।

যদি অনুমতি দাও-
কৃষকের ছুঁয়ে দেয়া
ফসলের মতো ফলাবো শর্ষ
যার প্রতিটি দানার মত
আনন্দময়তা দেবো।

যদি অনুমতি দাও-
শুভমুহুর্তে শুধু নয় দুখের
দিনের সঙ্গী, বিশ্বাসের
বাতিঘর, স্বপ্ন এবং
বাস্তবতায় সুখ ছুঁয়ে দেখার
সারথি বানাবো।

যদি অনুমতি দাও-
কবি হবো তোমার জয়গানে
লিখে যাব অবিনাশী প্রেমের
কবিতা যার প্রতিটি চরণেই
তৈরি হবে প্রেমময় ভুবন।

যদি অনুমতি দাও-
নীলিমা থেকে নীল এনে
দেবো নীল রঙের ছোঁয়ায়
আলপনা এঁকে দেবো
তোমার হৃদয় মন্দির।






_____________
লালমনিরহাটে
১৬.০৬.২০২৪