(অনুকবিতা)

শাশ্বত বিশ্বাস অবিনাশী প্রেম
জাগাতে নিজেকে অন্ধকারে
রেখে আলো খুঁজে লাভ কি
বলো?
শাশ্বত বিশ্বাসে জন্ম হয়
অবিনাশী প্রেম যেখানে ছুঁয়ে
দেখে রূপালী চাঁদ জ্যোৎস্নার
প্লাবনে ভিজে দেখেছো
কখনো প্রেমময় সুখ ছুঁয়েছো
কি।।